নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, ডলারের দাম বাড়াসহ মূল্যস্ম্ফীতির ধাক্কা প্রযুক্তি বিশ্বেও লেগেছে। প্রযুক্তি পণ্যেও চাহিদা আগের চেয়ে কমেছে। এর ফলে মাইক্রোসফটের সফটওয়্যারের চাহিদাও কমছে। আর্থিক মন্দার শঙ্কায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর উপায় খুঁজছে। একই পথ বেছে নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানাচ্ছে, মন্দার শঙ্কায় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং এ অনুযায়ী ব্যবস্থাপনা নিচ্ছি।
বিশ্বব্যাপী উইন্ডোজ সফটওয়্যার বিক্রি কমায় নির্মাতা মাইক্রোসফটের আয়ও কমেছে। অর্থনৈতিক মন্দার শঙ্কায় আগামীতে কোম্পানিটির আয় আরও কমতে পারে। এর ফলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে কোম্পানিটি এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে।মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্যয় সংকোচনে তিন মাস আগেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এতে কোম্পানির প্রায় ১ শতাংশ কর্মীর ওপর প্রভাব পড়েছে। ডেস্কটপ কম্পিউটারের জন্য মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজসহ কোম্পানিটির বিভিন্ন সফটওয়্যার এখনও অপ্রতিদ্বন্দ্বী। করোনার সংক্রমণে ডিভাইস বিক্রি বাড়লে মাইক্রোসফটের আয়ও বেড়ে যায়। তবে করোনা মহামারি-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক ব্যবস্থা টালমাটাল।