এখন প্রযুক্তি আরো উন্নত।এখন জেনে নিই আইফোন থেকে কিভাবে ডুপ্লিকেট নম্বরগুলো মুছতে পারেন।
অনেক সময় ফোনে একই নম্বর দুইবার করে সেভ হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে ফোন নম্বর আপনার ফোনে সেভ হয়ে যেতে পারে। যেমন আই ক্লাউড, জি-মেইল কন্টাক্ট অথবা অন্য কোনো ই-মেইল অ্যাকাউন্ট থেকে। কারণ, আগের মতো পুরনো একটি সিমেই সব ফোন নম্বর সেভ করতে হয় না।
কিভাবে মুছবেন?
১. আপনার আইফোনে আইওএস ১৬ অপারেটিং সিস্টেম বা তার পরের সংস্করণ সচল আচে কি না দেখুন।
২. ফোন অ্যাপটি খুলুন।
৩. ‘কন্টাক্ট ট্যাব’-এ ক্লিক করুন। এরপর এর মাঝখানে চেপে ধরুন।
৪. যদি আপনার ফোনে ডুপ্লিকেট নম্বর থাকে, তাহলে স্ক্রিনের ওপর ভেসে উঠবে।
৫. এরপর ‘ভিউ ডুপ্লিকেট’-এ চাপ দিন।
৬. এরপরেই সব ডুপ্লিকেট নম্বরের তালিকা দেখতে পাবেন।
৭. তারপর ‘মার্জ অল’ চাপুন। স্ক্রিনের শেষে এটি দেখতে পাবেন।
৮. ব্যস, আপনার কাজ শেষ। আপনার সব ডুপ্লিকেট নম্বর একটি নম্বরে চলে আসবে।
ওপরের পদ্ধতিগুলো অনুসরণ করার পরও দেখা যায়, একই ফোন নম্বর দুই নামে সেভ হয়ে আছে। এখন এটাকে কিভাবে একত্রিত বা মার্জ অথবা একটা নামে করবেন সেটা জেনে নেওয়া যাক।
১. আইফোনের ফোন অ্যাপটি খুলুন।
২. এবার প্রথম কন্টাক্ট নম্বরে চাপ দিন, যেটাকে আপনি মার্জ করতে চান।
৩. স্ক্রিনের ওপর ডান পাশের কোনায় দেখতে পাবেন লেখা আছে ‘এডিট’। সেখানে চাপ দিন।
৪. এবার নিচে স্ক্রল করে ‘লিঙ্ক কন্টাক্ট’-এ চাপুন।
৫. এরপর সিলেক্ট করুন দ্বিতীয় নম্বর, যেটাকে আপনি প্রথমটার সঙ্গে একত্রিত বা মার্জ করতে চান।
৬. এরপর ওপরের ডান পাশের কোনায় ‘লিঙ্ক’-এ চাপুন।
৭. এরপর চাপুন ‘ডান’।
প্রথম ও দ্বিতীয় কন্টাক্ট নম্বরটি মার্জ হয়ে প্রথম কন্টাক্টের নামেই থাকবে। যদি নাম পরিবর্তন করতে চান তাহলে নিচের ধাপগুলো লক্ষ করুন।
১. ফোন অ্যাপটি খুলুন।
২. এবার ‘কন্টাক্ট কার্ড’ চাপুন।
৩. স্ক্রল করে নিচে লিঙ্ক কন্টাক্ট সেকশনে যান।
৪. ‘লিঙ্ক কন্টাক্ট কার্ডে’ চাপুন, তারপর যে নাম লিখতে চান সেটা লিখুন।
৫. তারপর সিলেক্ট করুন ‘ইউস দিস নেম ফর ইউনিফাইড কার্ড’।