দল হিসাবে ভালো খেললে আত্মবিশ্বাস বেড়ে যায়। আশা করি রবিবারও সেই ছন্দ ধরে রাখতে পারব। ভারতের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো খেলেছি। তাই রবিবারের ম্যাচেও সেটা দেখা যেতে পারে।
‘
বিশ্বকাপের শুরুতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শাদাব পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাম্প্রতিককালে আমরা বেশ ভালো খেলছি।
অল-রাউন্ডার শাদাব ব্যাট হাতে যেমন প্রয়োজনে রান করতে পারেন, তেমনই বল হাতে প্রতিপক্ষকে বিপদে ফেলতে জুড়ি নেই। ভারতের বিপক্ষে যে কোনো পজিশনে খেলতে তিনি রাজি, ‘দলের সুবিধার্থে অতীতেও টপ অর্ডারে ব্যাট করেছি।
সেখানেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহাম্মদ নওয়াজেরও ব্যাপারটা ঠিক তাই। আমরা দুজনই যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারি। বোলিংয়ের ক্ষেত্রেও কোনো পছন্দ-অপছন্দের ব্যাপার নেই।
প্রকৃতির চোখ রাঙানির মাঝেই আগামীকাল রবিবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। মহারণের এক দিন আগে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে রাখল পাকিস্তান। সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন, গত বছরের মতো এবারও তারা ভারতের বিপক্ষে ভালো কিছু করতে তারা মরিয়া হয়ে আছে।