সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

রুশ বাহিনী দখলকৃত ৮৮টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন

প্রতিনিধির / ৬৩ বার
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
রুশ বাহিনী দখলকৃত ৮৮টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন
রুশ বাহিনী দখলকৃত ৮৮টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন

রুশ বাহিনী কর্তৃক দখলকৃত খেরসন অঞ্চলের ৮৮টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন।ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ শহর দখলমুক্ত হয়েছে।

এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে।এদিকে রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে চার ব্যক্তি নিহত হয়েছে তাদের মধ্যে দু’জন রুশ সাংবাদিক রয়েছেন।

রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপার নদীর উপর অবস্থিত সেতুটি দিয় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল; কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হওয়ায় সে কাজ স্থগিত হয়ে গেছে। ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে কিয়েভ তা নাকচ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ