ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শেষ হয়ে যাওয়ায় আগামী তিন দিন সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সিত্রাংয়ের অস্তিত্ব শেষ হয়ে গেছে। এর ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
তিনি আরো জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূল থেকে সব ধরনের সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।