প্রথম ওভারে সৌম্য সরকার শেষ দুই বলে কাগিসো রাবাদাকে ছক্কা মেরে রানের গতি বাড়ান। ওই ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত চার মারেন।২৬ রানে এই জুটি ভেঙে গেছে আনরিখ নর্কিয়ের প্রথম বলে। তৃতীয় ওভারে সৌম্য ১৫ রানে পেছনে কুইন্টন ডি কের ক্যাচ হন। একই ওভারে শান্ত ৯ রানে বোল্ড হন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান। ২০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৬ ও ২৭ রানে ফিরে গেলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।