নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী দিঘির পাড় এলাকায় রূপসী বাংলা নামে ঢাকামুখী বাসের সঙ্গে নরসিংদীগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় লেগুনায় থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হন।ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক বলেন, রূপসী বাংলা নামের একটি বাস মহাসড়কে একটি লেগুনাকে আঘাত করে। এ সময় লেগুনার চালকসহ সাতজন আহত হন। ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জাগো নিউজকে বলেন, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। অপরজন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।