রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

সিকান্দার রাজা ও কলিন অ্যাকারম্যান আসছেন বিপিএল কাঁপাতে

প্রতিনিধির / ৩৭ বার
আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
সিকান্দার রাজা ও কলিন অ্যাকারম্যান আসছেন বিপিএল কাঁপাতে
সিকান্দার রাজা ও কলিন অ্যাকারম্যান আসছেন বিপিএল কাঁপাতে

ফর্মের তুঙ্গে থাকা জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজাকে আগামী বিপিএলে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সি গায়ে। সিকান্দার রাজার আগে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ ও হারিস রউফকে দলে টানে তারা।

টুর্নামেন্ট মাঠে গড়ানোর এখনো মাস দুয়েক বাকি, তবুও জমে উঠেছে বিপিএল। ইতোমধ্যে পাল্লা দিয়ে বিদেশী তারকা ক্রিকেটারদের দলভুক্ত করছে ফ্রাঞ্চাইজিগুলো। যার সর্বশেষ সংযোজন সময়ের আলোচিত অলরাউন্ডার সিকান্দার রাজা ও নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান।

বুধবার সিকান্দার রাজাকে দলে টানার খবর জানিয়ে রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘জিম্বাবুয়ে থেকে এক তারকার আগমন ঘটেছে। সিকান্দার রাজাকে দলে ভেড়ানোর খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। আরআর ফ্যামিলিতে স্বাগতম।’

অপরদিকে সিলেট স্ট্রাইকার্স তাদের দলে টেনে নিয়েছে ডাচ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকে। যে দলের আইকন ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা। তাছাড়া আরো আছেন, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা।

গতকাল শুক্রবার অ্যাকারম্যানের যোগদানের খবর জানিয়ে শুক্রবার সিলেট স্ট্রাইকার্স তাদের পেইজে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ডাচ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকে সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ