বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

কলকাতার সুপরিচিত অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই

প্রতিনিধির / ৩১৭ বার
আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
কলকাতার সুপরিচিত অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই
কলকাতার সুপরিচিত অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই

কলকাতার সুপরিচিত অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই। সোমবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এ অভিনেত্রী লিভারের সমস্যায় ভুগছিলেন।ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবরটির নিশ্চিত করেছেন শংকর চক্রবর্তী। তিনি কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা এবং সোনালি স্বামী।সোমবার সকালে সোনালি চক্রবর্তীর হাসিমুখের একটি ছবি পোস্ট করেন শংকর। ক্যাপশনে লেখেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়…।’অভিনেতার এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সোনালি চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করেছেন তারা।

সোমবার দুপুরে অভিনেত্রীর মৃতদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।এদিকে সোনালির মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার বিনোদন অঙ্গন। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।’চলচ্চিত্র ছাড়াও ‘জননী’, ‘গাঁটছড়া’ ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সোনালি।নব্বইয়ের দশকের একাধিক বাংলা সিনেমায় অভিনয় করার পরও ২০০২ সালে ‘হার জিত’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট সিনেমাতে দেখা গিয়েছিল সোনালিকে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories