বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির / ১৫২ বার
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে রাজধানীর আরামবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবারও শ্রমিকরা কাজ করেছেন। আজ সকালে কাজে এসে দেখেন করাখানার ফটকে তালা দেওয়া। তারা জানতে পারেন, কারখানা উত্তরায় সরিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা তখন তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।“

পরিদর্শক বেলাল জানান, শ্রমিকরা সকালে কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যান। প্রথমে তারা ওই সড়কের একপাশে থাকলেও পরে দুইপাশেই অবস্থান নেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করছেন শ্রমিকরা
ওই এলাকার ‘ওলিও অ্যাপারেলস’ কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ২টা পর্যন্ত তারা বিআরটিসি বাস ডিপো থেকে নটরডেম কলেজের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। তাদের অবরোধের কারণে মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন বলেন, ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।

শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান এই কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ