বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধির / ১০৩ বার
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ
ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিবের কাছে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে। ’

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। সুপার টুয়েলভে টাইগারদের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচের একটিতেও যদি বাংলাদেশ জেতে তাহলে সেটা অঘটন হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন সাংবাদিকদের সাকিব জানান, ‘আমাদের পরবর্তী টার্গেট পরের দুটি ম্যাচ খুব ভালোভাবে খেলা।এর মধ্যে যদি কোনো ম্যাচ জিততে পারি তাহলে সেটা অঘটন বলেই গণ্য হবে। সেই অঘটনটা ঘটাতে পারলে আমরা খুশি হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ