শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

নতুন জঙ্গি সংগঠন অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ১৭ লাখ টাকা দিয়েছে : র‍্যাব

প্রতিনিধির / ৯৩ বার
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
নতুন জঙ্গি সংগঠন অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ১৭ লাখ টাকা দিয়েছে : র‍্যাব
নতুন জঙ্গি সংগঠন অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ১৭ লাখ টাকা দিয়েছে : র‍্যাব

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১১টায় সংঠনটির অর্থ বিষয়ক প্রধান সমন্বয়ক ও হিজরত বিষয়ক প্রধান সমন্বয়কসহ চারজনকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেফতার করে র‌্যাব।তারা হলেন-অর্থ বিষয়ক সমন্বয়ক মুনতাছির আহম্মেদস, ইসমাইল হোসেন, আবদুল কাদের ও হেলাল আহমেদ জাকারিয়া।তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, একটি প্রশিক্ষণ সিলেবাস, ৯টি লিফলেট, একটি ডায়েরি এবং চারটি বই উদ্ধার করা হয়েছে।গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে ভারি অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে অর্থ দেয়ার কথা জানতে পেরেছে র‌্যাব।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে ভারি অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে অর্থ দেয়ার কথা জানতে পেরেছে র‌্যাব।সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন আরও বলেন, ২০১৭ সালে কার্যক্রম শুরু করে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নাম নির্ধারণ করে জঙ্গি সংগঠনটি। এখন পর্যন্ত এ সংগঠনের ২৬ জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।তিনি বলেন, মূলত তারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এই সংগঠন সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ