মেটা কোম্পানির মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। প্লাটফর্মটি এরই মধ্যে অনেকগুলো ফিচার চালু করেছে। যেমন গ্রুপ চ্যাটে সদস্য সংখ্যা বৃদ্ধি, নিজেকে একটি স্টিকারে পরিণত করার ক্ষমতা ও গ্রুপ পোল তৈরি করা। তবে জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমটি তাদের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও স্ল্যাকের তুলনায় এখনো কিছুটা পিছিয়ে আছে।টেলিগ্রাম ও স্ল্যাক মেসেজিং প্লাটফর্মগুলো ব্যবহার করে বার্তা সংরক্ষণ করে রাখা যাবে কিংবা নিজেকে নিজে বার্তা পাঠানো যাবে। ছোট কিন্তু প্রয়োজনীয় পরিষেবাটি বর্তমানে হোয়াটসঅ্যাপে এখনো নেই। ধারণা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই ফিচারটি চালু করবে হোয়াটসঅ্যাপ।
মেটা কোম্পানির মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-প্রধান উইল ক্যাথকার্ট বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাতে নিজেই নিজেকে বার্তা পাঠাতে পারে সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি। এ ধরনের ফিচার চালু হলে অনেকের জন্যই সুবিধাজনক হবে। কেননা পরবর্তী সময়ে কোনো বিষয় মনে করিয়ে দিতে বা গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ করতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবে।শুরুতে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী এরই মধ্যে নিজেকে বার্তা পাঠানোর ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছে। হোয়াটসঅ্যাপ নিজেকে মেসেজ পাঠাতে মি (ইউ) নামে একটি চ্যাট ফিচার যুক্ত করেছে।