সেমিফাইনালে যাবার শেষ পথটুকো পাড়ি দিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। অ্যাডিলেড ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নির। এদিকে সেমিতে যেতে হলে আজ জিততেই হবে ব্ল্যাক ক্যাপসদের, পা ফসকালেই শেষ এবারের বিশ্বকাপ।এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় আর একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া সমান ৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার এক, দুই ও তৃতীয় স্থানে আছে। রানরেটে এগিয়ে থেকে তালিকার শীর্ষে থাকলেও এই ম্যাচ হেরে গেলে কিউইদের সেমিফাইনাল স্বপ্ন নিভেই যাবে বলা চলে।
আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং, আন্ড্রু বালবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক আদাইর, ফিয়ন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটিল।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, ফিন এলেন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল সান্টনার, ইশ সোধি, লুকি ফার্গুনসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।