সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী

প্রতিনিধির / ১৪৫ বার
আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী

নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতই হতাশ।’

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে যায়। এরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন।

তিনি আরও লিখেছেন, গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া বেশ কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।পদত্যাগের বিষয়ে তিনি লিখেন, ‘যথাযথ সম্মানের সঙ্গে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

২০২১ সালে আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান অধিনায়কত্ব ছাড়লে আবারও নেতৃত্বে আসেন নবী। নওরোজ মঙ্গলের পরিবর্তে ২০১০ সালে প্রথমবার আফগানদের অধিনায়ক হন ৩৭ বর্ষী এ তারকা। দ্বিতীয় মেয়াদে সফলতা-ব্যর্থতা মুদ্রার এপিঠ-ওপিঠ দুটো দিকই দেখেছেন নবী। তার নেতৃত্বে ২৩টি ম্যাচ খেলে আফগানরা জিতেছে ১০টিতে, বাকি ১৩টিতে হেরেছে দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে নবীর নেতৃত্বে টানা ৬টি ম্যাচ হেরেছে আফগানিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories