স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।গারোওয়ে নিউজ পোর্টাল একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একজন আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছে।স্থানীয় অন্য সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামী উগ্রবাদী গ্রুপ আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে এর আগে বৃহস্পতিবার সোমালিয়ার মধ্যাঞ্চলে হিরান এলাকার এক গ্রামে সরকারি মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে শতাধিক আল শাবাবের উগ্রবাদীকে হত্যা করেছে।মোগাদিসুতে এক সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো যমজ গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছে।
উল্লেখ্য, আল শাবাব গ্রুপ এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে হটিয়ে কঠোর ইসলামী আইনভিত্তিক নিজস্ব শাসন কায়েম করতে চায়।