বিশ্বকাপের আগে চোটে পড়ে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। ঊরুতে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই শঙ্কা কেটে গেছে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর এই আর্জেন্টাইন তারকা রবিবার রাতে মাঠে নেমেছেন।৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফেরার ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি আ’র ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে তারা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। ফিলিপ কসতিচের পাস থেকে গোলটি করেন আদ্রিওঁ রাবিও।
৬২তম মিনিটে কর্নারে দারুণ ভলিতে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করার উল্লাসে মাতেন দানিলো। তবে ভিএআরের কল্যাণে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। বল দানিলোর হাত ছুঁয়ে গিয়েছিল।৮১তম মিনিটে বদলি নামেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। ৮৪তম নিকোলো ফাগিওলি গোল করে জুভেন্টাসের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে ইন্টার। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।