অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ক্যামেরুন। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ১৯৯০ সালের কোয়ার্টার ফাইনাল। ২০১৮ সালের বিশ্বকাপের টিকিট পায়নি ক্যামেরুন। এবার ‘জি’ গ্রুপে খেলবে ক্যামেরুন যেখানে রয়েছে ব্রাজিল, সার্বিয়া ও সুইজারল্যান্ড। আগামী ২৪ নভেম্বর তাদের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে
কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফ্রিকান দেশ ক্যামেরুন। রিগোবার্ট সংয়ের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে ক্রিস্টিয়ান বাসোগোগের। ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে এবার এক নম্বর জার্সি দিতে যাচ্ছেন সং। বায়ার্ন মিউনিখের জার্সিতে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১০ গোল করা এরিক ম্যাক্সিম চোপু-মোতিং নেতৃত্ব দেবেন আক্রমণভাগের।
একনজরে ক্যামেরুনের বিশ্বকাপ দল
গোলরক্ষক : ডেভিস এপাসি, সিমোন এনগাপান্ডোয়েবু, আন্দ্রে ওনানা।
রক্ষণভাগ : জ্যা চার্লস ক্যাস্তেলেত্তো, এনজো এবাসে, কলিন ফাই, অলিভিয়ের এমবাইজো, নিকোলাস এনকোলো, তোলো নোহো, ক্রিস্টোফার উহ।
মাঝমাঠ : মার্টিন হোংলা, পিয়েরে কুন্দে, অলিভিয়ের এনচাম, গায়েল ওন্দোয়া, স্যামুয়েল উম গোয়েট, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা।
আক্রমণভাগ : ভিনসেন্ত আবুবাকার, ক্রিস্টিয়ান বাসোগোগ, এরিক ম্যাক্সিম চোপু-মোতিং, সোইবো মারো, ব্রায়ান এমবেমো, নিকোলাস মোউমি এনগামালেউ, জেরোমে এনগোম, জর্জেস-কেভিন এনকোদো, জ্যা-পিয়েরে এনসামে, কার্ল তোকো একামবি।