রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

হালদায় অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

প্রতিনিধির / ১২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
হালদায় অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ
হালদায় অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত অভিযানে প্রায় ৭ হাজার মিটার ঘেরা জাল ও ভাসান জাল জব্দ করা হয়। এছাড়াও ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩টি মাছ ধরার বড়শি জব্দ করা হয়। জাল উত্তোলনকালে একাধিক মা মাছ মুক্ত করা হয়েছে। জাল উত্তোলন করার সময় মা মাছের অংশবিশেষ দেখতে পাওয়া যায়। অভিযানে মৎস্য কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদায় মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় মনিটরিং অব্যাহত থাকবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ