ঝালকাঠির নলছিটি শহরতলীর খোজাখালী এলাকায় ইটভাটায় কাজ করার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সুকুমার মণ্ডল। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বড়াই মণ্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খোজাখালী এলাকার মহিদুর রহমানের এমএমআর নামের একটি ইটভাটায় এক বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন সুকুমার মণ্ডল।
শুক্রবার সকালে টিলা থেকে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তখন ইটভাটার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।