আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশের উদ্বোধন করেন তিনি।এর আগে দুপুর ২টা ৩৮ মিনিটে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী ও সমাবেশ উদ্বোধন করেন তিনি।
মহাসমাবেশের সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের এ সম্মেলন উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা-সড়কগুলোয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।