২০১১ সালে গুরমিত ও দেবিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন । তারা একসঙ্গে ‘রামায়ণ’ ধারাবাহিকে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন।
গত আগস্ট মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন দেবিনা। তার ঠিক মাস চারেক আগে তাদের প্রথম সন্তান, লিয়ানার জন্ম হয়। ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম নেয় লিয়ানা। এরপর ১৬ আগস্ট, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেবিনা লেখেন, ‘কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনোভাবেই বদলানো যায় না… এটাও তেমনই এক আশীর্বাদ… শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।’
ভারতের ছোটপর্দা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। আজ (১১ নভেম্বর) সকালে তিনি কন্যা সন্তান জন্ম দেন। দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধুরি এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে গুরমিত চৌধুরি ছবি সংযোজন করেছেন। তাতে তিনি লিখেছেন ‘ইট ইজ এ গার্ল’।গুরমিত চোধুরী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট্ট কন্যাকে পৃথিবীতে স্বাগত। আমরা আবার বাবা-মা হয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছি। আমাদের এবারের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য আশীর্বাদ করুন, ভালোবাসুন।’
এদিকে দেবিনা-গুরমিত দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ায় তাদের ভক্তরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের রাজকন্যার জন্য সুন্দর আগামীও প্রাত্যাশা করছেন।