মিশরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত ১৯
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, ৩৫ জন আরোহী নিয়ে বাসটি ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।মিশরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।
স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।প্রসঙ্গত, গত ১৯ জুলাই মিশরের মিনায়া শহরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ও ৩০ জন আহত হয়।