কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন পরিপালন করবেন।