বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রতিপক্ষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: আলবা

প্রতিনিধির / ১৪০ বার
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
প্রতিপক্ষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: আলবা
প্রতিপক্ষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: আলবা

আগামী ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানি এবং ১ ডিসেম্বর খেলবে জাপানের বিপক্ষে।

বিশ্বকাপে একই গ্রুপে জার্মানি ও স্পেন। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গী হয়েছে কোস্টারিকা ও জাপান। গ্রুপ পর্বেই যে কঠিন লড়াই হতে যাচ্ছে তা আগে থেকেই আঁচ করতে পারছেন ইয়র্দি আলবা। গত দুই আসরে স্পেনের হয়ে খেলা এই ডিফেন্ডার প্রতিপক্ষ নিয়ে তাই সতর্ক, ‘গ্রুপ পর্বে ভালো করতে সবাই সামর্থ্যের সর্বোচ্চটুকু দেবে।যেহেতু এটা বিশ্বকাপ, তাই প্রতিপক্ষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কাউকেই হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। ’

লুইস এনরিকের দলে জায়গা করে নিয়েছেন আনসু ফাতি, পেদ্রি, গাভির মতো তরুণরা। কাতারে তাঁরা আস্থার প্রতিদান দেবেন বলে বিশ্বাস করেন আলবা, ‘আমাদের দলে যে তরুণরা আছে ওদের লক্ষ্য অনেক উঁচুতে। অবশ্যই ওরা সেরা। আমি জানি ওরা কতটা ভালো। বিশ্বকাপে এর প্রতিফলন দেখা যাবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ