সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকা থেকে কেন্দ্রীয় ভর্তির প্রথম ধাপ শেষ হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি হয়েছে ৫০৫জন।ফলে আসন খালি রয়েছে রয়েছে ১ হাজার ১৬১টি।মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মাসুম।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছের ৩টি ইউনিটে শাবিপ্রবিতে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৬ হাজার ৬৭৪ জন। এতে বিজ্ঞান বিভাগ থেকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ১৯ হাজার ৯২০টি, মানবিক বিভাগ থেকে ‘বি’ ও ‘সি’ ইউনিটে ৪ হাজার ৭৪৭টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৭টি আবেদন পড়ে। এতে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৫০৬ জন। সে হিসেবে এখন আসন খালি রয়েছে ১ হাজার ১৬১টি।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এবং আবেদন ফি পরিশোধ করা যায় শুক্রবার (২৮ অক্টোবর) পর্যন্ত। এবার গুচ্ছের অধিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি নির্ধারণ করা হয় ৫০০ টাকা। একবার আবেদনের মাধ্যমে একজন শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আবেদন করার সুযোগ পান।