রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

দিল্লি নিলামে নামবে ১৯.৪৫ কোটি নিয়ে,ফিজসহ যারা থাকছেন দলে

প্রতিনিধির / ৪২ বার
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
দিল্লি নিলামে নামবে ১৯.৪৫ কোটি নিয়ে,ফিজসহ যারা থাকছেন দলে
দিল্লি নিলামে নামবে ১৯.৪৫ কোটি নিয়ে,ফিজসহ যারা থাকছেন দলে

মিনি নিলামের আগে দিল্লি ক্যাপিটালস মোট পাঁচজনকে দল থেকে বাদ দিয়েছেন। যার মধ্যে শার্দুল ঠাকেরকে কেকেআর-এর সাথে ট্রেড করেছে দিল্লি। এদিকে দলের ২০ জন ক্রিকেটারকেই ধরে রেখেছে দিল্লি। এ বারের নিলামে তারা ১৯ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নামবে।মূলত শার্দুলকে ছেড়ে দেয়ার কারণেই দিল্লির অ্যাকাউন্টে ঢুকেছে অনেক টাকা। সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার কিনতে পারবে তারা।

এবার দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে- ঋষভ পন্ত (১৬ কোটি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি), পৃথ্বী শ (৭.৫ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), এনরিখ নরকিয়া (৬.৫ কোটি), লুঙ্গি এনগিদি (৫০ লাখ), মোস্তাফিজুর রহমান (২ কোটি), কুলদীপ যাদব (২ কোটি), মিচেল মার্শ (৬.৫ কোটি), রোভম্যান পাওয়েল (২.৮ কোটি)।

এছাড়াও রিপল প্যাটেল, সরফরাজ খান, যশ ধুল, ললিত যাদব, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, প্রবীণ দুবে ও ভিকি ওস্তওয়ালকে ধরে রেখেছে দিল্লি।এদিকে দিল্লি ক্যাপিটালস স্কোয়াড থেকে ছেড়ে দেয় শার্দুল ঠাকুর (কেকেআর-এ ট্রেড করা হয়েছে-১০.৭৫ কোটি), টিম সাইফার্ট (৫০ লাখ), অশ্বিন হেব্বার (২০ লাখ), কেএস ভরত (২ কোটি) এবং মনদীপ সিংকে (১.১ কোটি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ