মরুর বুকে কারা উঁচিয়ে ধরবে শিরোপা সেই বিতর্ক শুরু হয়েছে অনেক আগেই। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি, সেটি নিয়েও চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। সেই ধারাবাহিকতায়, সম্প্রতি কাতার বিশ্বকাপ নিয়ে একটি গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরিসংখ্যানগত সে গবেষণা অনুযায়ী, এবার বিশ্ব আসরের শিরোপা যাচ্ছে ব্রাজিলে।
২০ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এবার লক্ষ্য হেক্সা মিশন। সেই লক্ষ্যে ফেভারিট হয়েই কাতার বিশ্বকাপে ব্রাজিল।মূলত গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে এ গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্ভাবনার এই মডেলটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল। গাণিতিক হিসাব অনুযায়ী এ মডেলে দেখানো হয়েছে, কোন দল বিশ্বকাপে কতোদূর যাবে, কার হাতে উঠবে শিরোপা।
অক্সফোর্ডের ওই গবেষণা বলছে, সেমিফাইনালে দেখা মিলবে বহুল আকাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নেইমারদের পক্ষে আসছে ফল। আরেক সেমিতে বিশ্বকাপের শিরোপাধারী ফরাসিরা হার মানবে বেলজিয়ানদের কাছে।ফাইনাল হবে ব্রাজিল-বেলজিয়ামের মধ্যে। আর তাতে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ। বাকি ৩৮.৭ শতাংশ জয়ের সম্ভাবনা বেলজিয়ামের। এমনটা হলে ষষ্ঠ শিরোপা জয়ের উল্লাসে মাতবে ব্রাজিল, আর আক্ষেপের সঙ্গী হবে বেলজিয়ামের সোনালী প্রজন্মের।
গবেষণায় আরও বলা হয়েছে, প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে সেনেগাল, স্বাগতিক কাতার, ওয়েলস, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তিউনিসিয়া, জাপান, কোস্টারিকা, কানাডা, মরক্কো, সার্বিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া ও ঘানা।যে কোনো বিশ্বকাপের আগেই এমন ভবিষ্যদ্বাণী দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সেই আসল। এখন দেখা যাক অক্সফোর্ডের ভবিষ্যদ্বাণী মেলে কি না।