ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দূরপাল্লার গোলাবর্ষণে কমপক্ষে ৬০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গতকাল শনিবার কিয়েভ এই দাবি করে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দূরপাল্লার গোলাবর্ষণে কমপক্ষে ৬০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গতকাল শনিবার কিয়েভ এই দাবি করে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহু সংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন।ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনের ৪০ কিলোমিটার দক্ষিণে হামলা করে। এতে রুশ পক্ষে হতাহতের এ ঘটনা ঘটে।