বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির / ১৪৯ বার
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

খুলনার বাণিজ্য নগরী কপিলমুনির সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার (২০ নভেম্বর) তালা উপজেলার জালালপুর ইউনিয়নবাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাটের পাশে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, ইউপি সদস্য আমজাদ হোসেন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জালালপুরের ১০টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনিতে। এ অঞ্চলের অনেক ছেলেমেয়ে কপিলমুনি স্কুলে লেখাপড়া করেন। জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্ত নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ