রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আসলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে : রুশ সিনেটর

প্রতিনিধির / ১০৯ বার
আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আসলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে : রুশ সিনেটর
ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আসলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে : রুশ সিনেটর

রাশিয়ার জ্যেষ্ঠ একজন আইনপ্রণেতা বলেছেন, ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আসলেই কেবল দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে। সোমবার রাশিয়ার বেসরকারি একটি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।রুশ বেসরকারি সংবাদমাধ্যম আর্গুমেন্তির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বর্তমান শাসকদের কাছ থেকে তিনি ভালো কিছুই প্রত্যাশা করছেন না।

 

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ বলেন, ইউক্রেন পূর্ববর্তী কর্মকাণ্ড এবং মতাদর্শের ফাঁদে পড়েছে। তাদের নিজেদের কোনো স্বাধীন সামরিক পরিকল্পনা নেই। রাশিয়ার জ্যেষ্ঠ এই আইনপ্রণেতা বলেন, ইউক্রেনে ক্ষমতার পরিবর্তন হলেই কেবল তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তবে রুশ গণমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ