মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

৫০ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করেনি

প্রতিনিধির / ১৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
৫০ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করেনি
৫০ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করেনি

গতকাল সোমবার গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরেন। এতে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাশের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এর হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর ৫০ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর এই শূন্য পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৮টি। অর্থাত্ এবার কোনো পরীক্ষার্থী পাশ না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এর আগে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, যার মধ্যে শতভাগ পাশ করেছিল ৫ হাজার ৪৯৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে দেখা যায়, গত বছরের তুলনায় এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৫১৯টি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি। এবার ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories