শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

সকারুদের বিপক্ষে ম্যাচের আগেই শঙ্কায় আর্জেন্টিনা

প্রতিনিধির / ৬১ বার
আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
সকারুদের বিপক্ষে ম্যাচের আগেই শঙ্কায় আর্জেন্টিনা
সকারুদের বিপক্ষে ম্যাচের আগেই শঙ্কায় আর্জেন্টিনা

বুধবার পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে উড়িয়েই শেষ ষোলো নিশ্চিত করে মেসিদের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হয়েছিল ডি মারিয়াকে। তখনই ডি মারিয়ার চোট নিয়ে নতুন করে শঙ্কা জাগে। ম্যাচ শেষে স্কালোনি নিজেই পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন খেলোয়াড়কে মাঠে খেলিয়ে ইনজুরিতে পরানোর ঝুঁকি আমরা নিতে পারি না।’

লিওনেল মেসির পর আর্জেন্টিনার বর্তমান দলের সবচেয়ে বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরি শঙ্কা নিয়েই কাতার বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনটি বিশ্বকাপ খেলা ডি মারিয়া কাতার বিশ্বকাপেও ভালো খেলছিলেন। তবে শেষ ষোলো ম্যাচের আগেই তাকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা শিবির। উরুর পুরোনো চোটে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত তিনি।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডে খেলবে স্কালোনির দল। ডি মারিয়াকে সেই ম্যাচে পাওয়া যাবে কি না, এমন প্রশ্ন উঠেছিল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। এমন প্রশ্নে স্কালোনির উত্তরে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।তিনি বলেন, ‘গতকাল আমরা পুরোদমে অনুশীলন করিনি। মূলত আমরা অস্ট্রেলিয়া দলটাকে নিয়ে বিশ্লেষণ করেছি। আজ অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। ডি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ