রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

প্রতিনিধির / ৬৫ বার
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন
কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন নামের এই দু’টি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে প্রতি বছর টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। কিন্তু এ বছর নাফ নদীর নাব্যতা সংকট দেখিয়ে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

এ অবস্থায় ঘাটে দাঁড়িয়ে থাকা জাহাজে হঠাৎ আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে আগুন লেগেছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এই অগ্নিকাণ্ড ঘটে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ শাহ আলম।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে।কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ইনচার্জ শাহ আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। আগুনে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ