আগামী ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দু’দল। সেবার টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম দিন কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিতভাবেই নিজেদের ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে লুই ভ্যান হালের নেদারল্যান্ডস। ৩-১ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে, নকআউটে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়ে গেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কাতার বিশ্বকাপের নক-আউটের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠে গেছে আর্জেন্টিনা। এর আগে নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ড।