দিনাজপুরের খানসামা উপজেলায় দ্বিতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থী আরিফুজ্জামান ইসলাম (৮) কে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। অপহরণকৃত শিশু খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের ডাক্তারপাড়ার আতিউর রহমানের ছেলে। এ ঘটনায় ৫ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গত শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে কায়েমপুর গ্রামের বাড়ির পার্শ্বে খেলার মাঠ থেকে নিখোঁজ হয় ৮ বছরের শিশু আরিফুজ্জামান। এরপর রাত প্রায় ৮টার দিকে মুঠোফোনে শিশুর বাবা আতিউরকে তার ছেলেকে অপহরণের কথা বলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঐ রাতেই শিশুর বাবা আতিউর থানায় একটি জিডি করেন। এরপর মুঠোফোনের নম্বর ও এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শরিফুল ইসলামসহ ৫ জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শিশুটিকে উদ্বারের জন্য মাঠে কাজ করছে থানা পুলিশ ও ডিবি কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, ঘটনাটি জানার পর হতেই শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সন্দেহজনক ৫ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উদঘাটন করা হয়েছে। অতিসত্বর শিশুটিকে উদ্বার করতে পারবো। তবে অপহরণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।