বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

বাংলাদেশর ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিউব

প্রতিনিধির / ১২৮ বার
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশর ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিউব
বাংলাদেশর ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিউব

জুলাই-সেপ্টেম্বরের মধ্যে ৫৬ লাখের বেশি ভিডিও এবং ৫৮ লাখের বেশি চ্যানেল ডিলিট করেছে ইউটিউব। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করায় এর মধ্যে ৬৭ দশমিক ৯ শতাংশ ভিডিও ডিলিট করা হয়েছে ১০টিরও বেশি ভিউ পাওয়ার আগেই।

বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও ডিলিট করে দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।সম্প্রতি ইউটিউবের প্রকাশিত জুলাই-সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুসারে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে ভিডিওগুলো ডিলিট করা হয়েছে। ভিডিও ডিলিটের সংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান অষ্টম। এই তালিকায় সবার ওপরে আছে ভারত। দেশটির ১৭ লাখ ভিডিও ডিলিট করা হয়েছে।

এর পাশাপাশি ইউটিউব সাত কোটি ৩৭ লাখেরও বেশি মন্তব্য ডিলিট করে দিয়েছে। এর বেশিরভাগই স্প্যাম ছিল। ডিলিট করা মন্তব্যের ৯৯ শতাংশেরও বেশি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে।ইউটিউবের মত অনুসারে, কন্টেন্ট যেখানেই আপলোড করা হোক না কেন, এর কমিউনিটি নির্দেশিকা বিশ্বজুড়ে একইভাবে কার্যকর হবে। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভিডিও ডিলিট করা হলে তা বিশ্বব্যাপীই সরানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories