কুমিল্লায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার ফরিজপুর ( ইংরেজ কবরস্থান) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ আবু নাইম(৪৫)। তার বাড়ি বুড়িচং উপজেলার সোন্দ্রম এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার পৌনে ১১ টায় সিলেটমুখী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা কুমিল্লামুখী সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আবু নাইমসহ ছয়জন গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু নাইমকে মৃত ঘোষণা করেন।
ওসি আকুল আরও জানান, মরদেহ থানায় আছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে থানায় আনা হয়েছে। বাসের চালকসহ আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।