লবণ ছাড়া তো রান্না হয় না। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ত্বকের যত্নেও কিন্তু সোডিয়াম ক্লোরাইড গুরুত্বপূর্ণ। সে কিভাবে? আসুন জেনে নেই:
ফেসস্ক্রাব হিসেবে
ফেসস্ক্রাব হিসেবে লবণ কার্যকরী। গোসলের পর ত্বক যখন আর্দ্র থাকে তখন হাতে সামান্য লবণ নিয়ে ত্বকে স্ক্রাব করে দেখুন। ত্বকে জমাট বাধা মরা চামড়া ঠিক উঠে আসবে।
নানা ব্যথায় সি সল্ট
অপরিশুদ্ধ লবণে কিছু উপকারী খনিজ পাওয়া যায়। বাথটাবে এই লবণ মিশিয়ে গোসল করতে পারলে বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা দূর হবে। কুসুম গরম পানিতে এক কাপের চারভাগের এক ভাগ সি সল্ট মিশিয়ে সেখানে ২০ মিনিটের মতো গোসল করুন। কিছুদিন বিরতি দিয়ে নিয়মিত গোসলে এই ব্যথা সারবে।
রক্ত সঞ্চালনে
নিয়মিত ত্বকে লবণ স্ক্রাব করলে রক্ত সঞ্চালন বাড়ে। এছাড়া ত্বকের বাড়তি উপকার তো আছেই।