বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিল মিরাজ

প্রতিনিধির / ৮০ বার
আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিল মিরাজ
বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিল মিরাজ

বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের প্রথম বলেই এলবিডব্লিউ হন ধাওয়ান। প্রথমে আম্পায়ার নটআউট দিলেও পরে ডিআরএস নিয়ে সাফল্য পায় টাইগাররা। ডিআরএসে দেখা যায়, সেখানে বল প্রথমে ধাওয়ানের পায়ে লাগে, এরপর ব্যাটে। পরে আম্পায়ার তার ডিসিশন পরিবর্তন করেন।

ধাওয়ানের বিদায়ের পর দলের হাল ধরেন ইশান কিশান ও বিরাট কোহলি। তারা ইতিমধ্যে ৭০ রানের জুটি গড়েছেন। ইশান ৬৫ ও কোহলি ১৮ রানে অপরাজিত আছেন। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেটে ৯১ রান।

এর আগে আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ জিতলেই ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলবে লিটন বাহিনী। আজ দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শান্ত ও নাসুমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাব্বি এবং তাসকিন।

বাংলাদেশ একাদশ: আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ