শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ, আটক ৮

প্রতিনিধির / ৭৩ বার
আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ, আটক ৮
ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ, আটক ৮

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা ও উপ-পরিচালক মো. শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে বুধবার আনুমানিক সকাল সাড়ে ৬টার ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টহল টিম গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান পরিচালনা করে। sএ সময় ৮ বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশী করে ও পায়ুপথে ৫৫টি স্বর্ণের বার বা ৬.৫৪৭ কেজি স্বর্ণ আটক করা হয়। এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।

ঢাকা থেকে কলকাতাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ আট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা অধিদফতর।বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।আটকরা হলেন- মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬), ও মো. সুমন (৩৬)।

আটক স্বর্ণের বার ঢাকা কাস্টম হাউসে জমা দিয়ে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে কাস্টমস সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ