মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন লিটন

প্রতিনিধির / ১০৫ বার
আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন লিটন

বাংলাদেশ দলের সেরা ব্যাটার, অন্যতম সেরা উইকেটকিপার হিসেবেই লিটন কুমার দাসকে সবাই চেনে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কও হয়েছিলেন। তার নান্দনিক ব্যাটিং সর্বমহলে সমাদৃত। তাই বলে বোলার লিটন! আজ শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে এমনই দৃশ্য দেখা গেল।রীতিমতো দুই ওভার বোলিং করেছেন।

এমনিতেই অধিনায়ক সাকিব আল হাসান আর ইবাদত হোসেন চোটে পড়ায় বাংলাদেশ বোলার সংকটে পড়েছে। তাই তৃতীয় সেশনের শুরুতেই দেখা যায় চমক। লিটন দাসের হাতে বল তুলে দেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন লিটন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে তিন ওভার বোলিং করে ১৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

আজ অফ স্পিনে লিটন প্রথম ওভারে দেন ২ রান। পরে তিনি আরো একটি ওভার করেছেন। ওই ওভারে দিয়েছেন ১১ রান। কোনো বাউন্ডারি হজম করেননি এবং এক্সট্রা রানও দেননি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল করা লিটনের বোলিং ফিগার হলো ২-০-১৩-০।উল্লেখ্য, ভারতের দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫১৩ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ