শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে : সিইসি

প্রতিনিধির / ৫৬ বার
আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে : সিইসি
বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে। নির্বাচন অংশগ্রহণমুলক হবে না।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশাল বিভাগের ঊর্ধতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নির্বাচনী সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কৃতির অভাব আছে। ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে দিতে হবে। তাহলেই নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকবেনা। ইভিএম মেশিন নিয়ে কোনো সংশয় নেই বলেও তিনি দাবি করেন ।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের সচিব মো জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ