ভালুকায় একটি মালবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে একজন যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের একমাত্র ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, রামিন খান ভালুকা থেকে মালবাহী ভ্যান চালিয়ে ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পড়ে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।