শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

প্রতিনিধির / ৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের উইকেট দেখেই টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে ঢাকায় দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। এই দুই ঘন্টা দেখেশুনে পার করতে পারলে আরও ভালো করা যাবে। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো। এছাড়া শেষের দিকে স্পিনারদেরও সাহায্য করবে উইকেট।’

টস হেরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। উইকেটটা অবশ্য একটু বিভ্রান্তিকর ;লাগছে। এই পিচ থেকে আসলে কী আশা করা যাবে সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ