চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়ান প্রদেশে একটি সোনার খনিতে ধস নেমেছে। সেখানে অন্তত ১৮ জন আটকা পড়েছে। তাদের কাছাকাছি পৌঁছাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
আলজাজিরা জানিয়েছে, ইনিং কাউন্টির ওই সোনার খনিতে কাজ করছিল অন্তত ৪০ জনশনিবার স্থানীয় সময় বিকেলে সোনার খনিতে ধস হয়। এ ঘটনায় ১৮জন আটকা পড়েছে।এরই মধ্যে ওই খনি থেকে ২২ জন শ্রমিককে বাইরে বের করে আনা হয়েছে। ভেতরে রয়েছে ১৮ জন। চীনের সিনহুয়া নিউজের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।
চীনে ২০২১ সালের সেপ্টেম্বরে কয়লা খনি ধসে ১৯ জন শ্রমিক আটকা পড়েছিল। দীর্ঘদিন খোঁজ করার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।