মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ কেজি চোলাই মদ জব্দ ,গ্রেপ্তার ২

প্রতিনিধির / ১০০ বার
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ কেজি চোলাই মদ জব্দ ,গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ কেজি চোলাই মদ জব্দ ,গ্রেপ্তার ২

গোপালদী বাজারের মেথরপট্রিতে দীর্ঘ দিন ধরে মাদক ও নারীর জমজমাট আসর বসছে। একটি পট্রিতেই পাঁচ জন মাদক বিক্রি করছে। এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ছাড়া পেয়ে আবারও মাদকবিক্রি করছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ৩০ কেজি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদীবাজার মেথরপট্রি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্র্রেপ্তাররা হলেন-একই এলাকার মৃত মতিলালের ছেলে চন্দন বাসফোর (৩৮) ও তার ভাই নিরাঞ্চন বাসফোর (৩৫)।

গোপালদীতদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, গোপালদী বাজারের মেথরপট্রিতে দীর্ঘদিনধরে চন্দন বাসফোর ও নিরাঞ্চন বাসফোরসহ বেশ কয়েকজন চোলাই মদসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাদের মাদক বিক্রির সময় হাতে-নাতে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক ড্রাম ভর্তি ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ