শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

, শুধু ‘গোল্ডেন বুট’ নয়, ‘গোল্ডেন বল’টাও প্রাপ্য ছিল এমবাপ্পের : রোনালদো

প্রতিনিধির / ৭৪ বার
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
, শুধু ‘গোল্ডেন বুট’ নয়, ‘গোল্ডেন বল’টাও প্রাপ্য ছিল এমবাপ্পের : রোনালদো
, শুধু ‘গোল্ডেন বুট’ নয়, ‘গোল্ডেন বল’টাও প্রাপ্য ছিল এমবাপ্পের : রোনালদো

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যে ছয়টি ম্যাচ জিতেছে, এর পাঁচটিতেই ম্যাচসেরা হয়েছিলেন মেসি। এমবাপ্পের চেয়ে গোল একটি কম ছিল আর্জেন্টাইন অধিনায়কের। এমবাপ্পের ছিল ৮ গোল, মেসির ৭। তবে মেসি এগিয়ে ছিলেন অ্যাসিস্টে।

কাতার বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছেন লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপে পেয়েছেন শিরোপা, নিজেও জিতেছেন ‘গোল্ডেন বল’। মেসির হাতে ওঠতে পারতো ‘গোল্ডেন বুট’ও। তবে ফাইনালে শেষ দিকে পাওয়া পেনাল্টিতে গোল করে ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, শুধু ‘গোল্ডেন বুট’ নয়, ‘গোল্ডেন বল’টাও প্রাপ্য ছিল এমবাপ্পের।
রোনালদো বলেন, ‘বিশ্বকাপে খেলোয়াড়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সে হলো কিলিয়ান এমবাপ্পে। দারুণ একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত ভালো খেলেছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ও মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও সে ছিল দুর্দান্ত। সে অ্যাসিস্ট করে অবদান রেখেছে। ’

১৯৯৪ ও ২০২২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো আরো বলেন, ‘ফাইনালে সে (এমবাপ্পে) ছিল একেবারেই অন্য পর্যায়ে। টাইব্রেকারসহ চারটি গোল করেছে। টেকনিক্যালি সে ছিল সবার ওপরে। সে অপ্রতিরোধ্য ছিল। তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা (গোল্ডেন বল) দেওয়া উচিৎ ছিল কারণ এটা তারই প্রাপ্য ছিল। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ