বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম টেস্টে কখনো কোনো ডাবল সেঞ্চুরি করতে পারেননি। চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন পাক অধিনায়ক, এটিই এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল বাবরের সামনে, তবে বাবর ব্যর্থ হয়েছেন।গতকাল ৫ উইকেটে ৩১৭ রান নিয়ে করাচি টেস্টের প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান।
বাবর অপরাজিত ছিলেন ১৬১ রানে। আজ দ্বিতীয় দিনে খেলতে নেমে আর কোনো রান করতে পারেননি বাবর, টিম সাউদির বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ফলে ডাবল সেঞ্চুরির দেখা পেতে অপেক্ষা বাড়ল ৪৬ টেস্ট খেলে ফেলা বাবরের।
প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৩২৮ রান। আঘা সালমান ১৩ ও নোমান আলী ১ রানে ব্যাট করছেন।