নরসিংদীতে আনাসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।সোমবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
সূত্র জানিয়েছে, পাহারারত অবস্থায় একদল ছিনতাইকারী আনসার সদস্যদের ওপর আকস্মিকভাবে আক্রমণ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই আনসার সদস্যদের কাছে থাকা শর্টগান ও ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।